অথচ
© অঞ্জন ঘোষ রায়।
তুমি যত বার মেটাফর মিশিয়ে দিচ্ছ
আমার ধৈর্য হারিয়ে যাচ্ছে,
আরো শীঘ্রই আমি অন্ধকারে ঢুকে যাচ্ছি।
এখানে শ্বেত কাঞ্চন এর কোনো গন্ধ নেই,
আমার জীবন এর মতই,
কিন্তু উজ্জ্বল।
কত চমকপ্রদ উপস্থাপন,তবু মন খারাপ হয়,
হঠাৎ মৃত্যু তো জন্ম শব্দের সমানুপাতিক!
একটা মৃত্যু নতুন জন্মের খোঁজ দিয়ে চলে যায়।
যে পিরামিডের ভিতর দিয়ে একটা সরুপথ হেঁটে যায়,
তুমিও থাকো হতে পারে ছায়া সেজে,
আমি বুঝি ছায়া নয়।
তাকে আমি ভুলিনি,
কাঠগোলাপের রং তার সারাদেহে ত্বকে,
যে করুণ সংলাপে
গোটা মনন ঢেকে গেছিলো কোনো একদিন,
তা কখনোই ভুলে যাবার জন্যে নয়।
কুড়ি ঝরে যায় নি,শুধু তুমি আমাকে
আড়ালে আড়ালে আড়ালে
কবিতা পাঠ শিখিয়েছ।
আমি এখন অন্ধকার গলিতে মশাল নিভিয়ে হেঁটে বেড়াই,
সারা টা রাত গলিপথ শেষে মুক্তির অপেক্ষায়
তুমি দাড়িয়ে থেকো,
তখন যেনো এই ছায়ার অভিনয় বেঁচে না থাকে,
মাথায় রেখো ।।
✍️ Anjan Ghosh Roy