২০১৭ রচনাকাল
"অসুখ"
রাস্তার অল্প জমা নিরুদ্রেক জল,আর তাতে,নিজের মুখ দেখার জন্য,
ছিটেফোঁটা বৃষ্টি কিনেছিলাম,,অনেকবার
মেঘালয়ের ভাঙা মেলা থেকে।।
অনেকবার জলের কালি দিয়ে
কাঁচ এর ওপর, নিজের মিথ্যেনাম লেখার চেষ্টা করেছিলাম।।
নিজের ঘরের দেওয়াল থেকে
একলা ছায়া টা কে ও ঘষে মেঝে
মুছে দেওয়ার চেষ্টা করেছি,
অনেকবার হাঁটু গেড়ে বসে
ঘুমের ভিতর প্রশ্ন করেছি,,
কবে ঘুম ভাঙলেই দেখতে পাওয়া যাবে!
যে পৃথিবীর সব মানুষ একটা অদ্ভুত বৃত্তের ভিতরে,
ভালোবাসায় ,সঙ্গমে ,মৈথুনে ,আত্মরতি তে মগ্ন হয়ে আছে!!
তারপর থেকে অনেকদিন,
অনেককাল কেটে গেছে,
এখন আর সেসব প্রশ্ন,চেষ্টা,আসে না,
চোখে ঝাপসা দেখি,কবিতা কে
কাঠফাটা ভুল বানানের গদ্য মনে হয়,,
আর যেটা আসে সেটা হল চারপায়া অসুখ
আর সময় এর খেলাপ ,
বোধহীন নির্জনতা....।।
লেখা@অঞ্জন ঘোষ রায়......
_________________