অঞ্জন ঘোষ রায় এর কবিতা -
নির্লজ্জ বেশ...
মাঝে মাঝে প্রচন্ড ঘেঁটে যাই,my lord...!
সত্যি বলতে ঘেঁটে থাকি সবসময়।
তবু ভিতর ঘর টা কে, মানুষ এর গল্প শুনে বুঝে
অনুভব করে, অন্য মনস্ক করে রাখি,
সাম্যবাদের গল্প আওড়াতে থাকি,ভেবে চিন্তে
সীমান্তের ঠিক আগে পৌঁছে,
ভারসাম্য বজায় রাখতে হয় ভাবনায়।
ঘুম ভাঙলেই আবার নতুন দিন,নতুন ইচ্ছে,নতুন কার্যকলাপ,
ঘুরে ফিরে সবটা আমার মাঠে মারা পড়ে যায়।
কি জন্য? এটার বিস্তর আলোচনা সম্ভব,সময় পেলে।
এই ঘেঁটে যাওয়া মানুষ দের ঘেঁটে যাওয়া টা
একটা অসুখ।
এই অসুখ সারে না,
শুধু চাপা রাখা যায়।
সবটা শুধু একটা ফাঁকা গ্লাস এ পড়ে থাকা ডিপ ফ্রিজ এর ভিতর থেকে সদ্য বেরিয়ে আসা জেদী বরফ এর টুকরো।
অপেক্ষা করলেও কিছুতেই গলে যায় না,
সূর্যের আলো প্রয়োজন,উত্তাপ প্রয়োজন।
তোমার হাত ,তোমার শরীর এর ভাপ,
তোমার শরীর প্রয়োজন,তোমাকে প্রয়োজন।
নির্লজ্জের সাহসী স্বীকারোক্তির মতন করে প্রয়োজন।
@ অঞ্জন ঘোষ রায় ।