কবিতা - লাজুক প্যাঁচা
© অঞ্জন ঘোষ রায়।
বৃত্ত আঁকতে গেলে হাত কেঁপে যায়,
শোরগোল ভর্তি মাথার ভিতর একটা ফাঁকা বেঞ্চ,
এক ইঞ্চি ফুরফুরে জগৎ প্রবেশ করলে
সব চুপ,কেউ ভালো নেই,
পালক নরম বিছানায় ভালোবাসা - ঘুম থাকে না ।
হাওয়া তে নাট্যচর্চা অদৃশ্য মানুষের কাজ,
কোনো কার্নিভাল তেমনই দুর্বল মানুষের নয়।
শব্দের গর্ভপাতে নীরবতা জন্মায়,
আর অন্ধকারে নদীর শব্দে, বিমর্ষতা।
কোনো চাঁদ এর ছায়া রক্তের উপর পড়লে
নিজেকে আততায়ী ধরে নেওয়া যায়,
হিজিবিজি মন এর টানেল কখনোই
ফর্সা কেনো হয় না?
ঔপনিবেশিক যন্ত্রনায় কিসের কপিরাইট থাকে মানুষের?
উত্তর বেপাত্তা।
উত্তর ডুবে গেছে নির্ঘুম বেডরুমের
বেলাগাম খোলা থাকা জানলায়।
যেখানে নিজস্ব জঙ্গলের ভিতর দিয়ে
বাঁশি বাজায় কোনো আত্মসুখ খুঁজতে থাকা
তুলতুলে লাজুক প্যাঁচা।
© অঞ্জন ঘোষ রায়।