কবিতা - খবরের কাগজ
© অঞ্জন ঘোষ রায় ২০২৩
খবর ফুরিয়ে গেলে যেটুকু কাগজ বাকি থাকে,
সেখানে কোনো কালি থাকে না।
ফুটপাথ দিয়ে কোনো মানুষ হেঁটে গেলে
তার চোখ ফুটপাথে বসবাস করে।
ঢেউ কেটে কেটে পাথুরে মেঘ বানানো
শিল্পীর কাজ নয়,
মন নিজস্ব যুক্তি দিয়ে হেঁটে যেতে যেতে থেমে গেলে,
স্রোত এর দরকার হয়।
খামোকা কাঁটা চামচ এর নিচে
তরল এর আহ্লাদ জমে থাকে,
প্রয়োজন নেই ,তবুও।
দেশ এ গরীব এর সংখ্যা বৃদ্ধিতে
পতাকা শোভা পায় বোধ হয়।
রাষ্ট্র ল্যাংটো হলে নাগরিক এর দুঃখ বাড়ে,
যে ফুল গাছ এ পাতা কম থাকে তাকে
চিরকাল অসুস্থ মনে হয়।
© অঞ্জন ঘোষ রায়।