খাদক

দ্যাখো,মাটি তে আমার গন্ধ লেগে আছে।
অচেনা কিংবা চির পরিচিত কেউ,অথবা অনাত্মীয় গাংচিল কে ডেকে আনো,এখানে ধুপ এর গন্ধ উপচে পড়ে রোজদিন, কেউহীন তুলসি তলা থেকে,
সেখানে দেহ আসে, উঠে যায়,,

নিষ্প্রাণ, মৃত,তবুও জীবিত,খানিক টা আমারি মতো।।
রাত ভাঙে,শরীরে শরীর ভাঙে, শহর ভাঙে,দেশ ভাঙে,,,
লাঙল এর হাতল জানে সবি, কারা খাদ্য খাদকের ভুমিকায় ব্যস্ত..
কেউ কোনোদিন কারো নয়,,এ গল্প কমবেশি  সবাই জানে,
এ গল্প আজকের কথা নয়,,বহুকাল আগের,
বহুকাল মনের মতো করে স্বপ্ন দেখেনি কেউ
ঘুম এর ভিতর আঁতকে উঠেছে,,ইতি টেনেছে ভাবনায়,,
দেওয়ালে পিঠ, এই বুঝি এলো অশ্বারোহী,,দানবীয় ঝড় নিয়ে,,
অথবা দারুন শীত,আত্মায়......

©অঞ্জন ঘোষ রায়।।।