ফারাক
বিস্তর ফারাক আছে তোমার আমার সিমানায়,
এক পা এগিয়ে গেলেই হয় ইস্পার নয় উস্পার।
শহরের ফ্রিজের ভিতর সমস্ত মানুষের হৃৎপিণ্ড
নুন মাখিয়ে রাখা আছে,
আর নিজের টা প্রেমিকার বুকের ভিতর গেড়ে রেখেছি
বহাল তবিয়ত।
যেন বোমা রেখেছি জলের নিচে তাজা থাকবে বলে, হাস্যকর।
ভাবছি,
এলোপাথাড়ি ভালবাসার বুলেট জমিয়ে
একটা কুয়াশা ভর্তি প্রাসাদ কিনব
নিজেকে লোকাব সেখানে, কিন্তু ছুঁড়ে দেব কিছু প্রকাশ্য প্রশ্ন
যার উত্তর দিতে দিতে রাত নেমে যাবে,
জঙ্গল থেকে লোকালয়ে পৌঁছে যাবে সন্ত্রাস এর নেকড়ে ।
-অঞ্জন ঘোষ রায়