এই মুহূর্তে ,অন্ধকার মেশানো
নীল একটা আকাশ দেখতে পাচ্ছি,
তাতে কারো মুখের স্পষ্ট একটা ছবি।
কবি রা কবিতা লিখতে লিখতে কখনো
নিজের কথা লিখে উঠতেই পারেনা,
কবিতা আসে স্বভাবগত দোষে।
কবিতার বাইরে অনেক কথা বলার থাকতে পারে,
সেগুলো খুব সাধারণ।
এই অন্ধকার মেশানো নীল আকাশ
সেসব কথা বলার অবকাশ যোগান দ্যায়।
মানুষ একটা সংবেদনশীল প্রাণী।
মানুষ কান্না জানে,হাসতে জানে,
অভিমান করতে জানে,আরো অনেক কিছু
বৈশিষ্ট্য দিয়ে বানানো একটা শয়তান জীব।
©Anjan Ghosh Roy 🍁