আজকে আমার রঙিন তরলে নেশা ধরাও
ধারাবাহিক উপন্যাসের ওড়না ওড়াও....

দুরত্বটা বজায় রেখেই না হয় এলে,
আমার ধোঁয়ার ঘরে আজ রাতটা থেকেই গেলে.

ভাববাচ্যেই আদর দিও তোমার হাতের,
দুষ্টু মিষ্টি প্রেম জমাবো আজকে রাতে...

হয়তো মধ্যরাতে লাগবে আগুন শরীর মনে,
উষ্ণতম মুহুর্তটির আলিঙ্গনে...

ছড়িয়ে ছিটিয়ে থাকবো আমি কুড়িয়ে নিও,
ভালোবাসি,
তুমি বাসায় সঙ্গ দিও....