ভোর রাতে বৃষ্টি হওয়া স্যাঁতস্যাঁতে আকাশের নীচে,
সকালের সদ্য সাদাটুকু গায়ে মেখে গুঁড়োগুঁড়ো ভালোবাসা ছড়িয়েছিলাম,

তারা হবে বলে.....

দুপুরে কিছুটা চাওয়া পাওয়া ঘটে গেলে,
নরম বিকেল ভেঙে সন্ধ্যে নামবে একটু পরেই...

তোমার শরীর চুঁয়ে পড়া অন্ধকার যে তারা প্রথম দেখবে,
তার প্রতি আমার আমৃত্যু হিংসা থাকবে বসুন্ধরা...