আঁকাবাঁকা চিন্তায় ক্লান্ত
ভেবে চেয়ে রেখো না
ধরে রেখে দিতে চেটো না।
বিদায়ী আতংকিত
বুঝতে হবে জীর্ণ দেহ মানেই সে ব্যাকুল
ব্যাকুল তার বসন্ত।
সময়ের ব্যবধান এ আমরা কবি
আমরা আগুন
আমরা শান্ত
আমরা বাঁধ ভেঙে যাওয়া নদী
আমরা শহীদ
ওরা বুদ্ধিজীবী।
কারা মুক্তি চাই?
জনমানব হীন ভাসমান শূন্য
গম্ভীর কষ্ঠে অথবা মানবিকতার হাত?  
কবিতা শব্দ গুলো এলোমেলো
পাতাল থেকে আকাশের উপমহাদেশের বর্ণমালা আগত।