একান্ত মনে যখনি পাড়ে বসে দাঁড়ায়
কারখানার গুনগানে শরীল নুড়ে পড়ে
অস্তিত্ব বিহীন প্রিয়তমার কপালে চুমু কেঁটে দিই
রাতে দুপুরে কিংবা যখন ক্লান্ত নুড়ে যায়।
শব্দে চোখ খুলি
বিরহে চেয়ে থাকি
গুঞ্জন রয় চাহনি
নিরব সময়ে মতন
সরবে লিখে যায় তবুও
শুনে কথা লিখবার সামর্থ্য থাকে না।
চোখের কালো রং এর দাগ কেঁটে দেই তার।
গরুর পাল বিলে ছড়িয়ে দিয়ে
পাখি সব আকাশে উড়িয়ে দিয়ে
সাদা মেঘ গুলো ছিনিয়ে নিয়ে
আকাশেও তোমাকে আঁকা যায়।
গাছের কৌটর দিয়ে যখন টুক টুক শব্দ ভেসে আসে
তখনি প্রকৃতির রং গায়ে মাখায়।
ঝর্নাতে দারুন দৃষ্টিতে চোখ ভেজায়
পানিকে আমার গা ছুঁতে দেই না।
পাহাড়ে ঘেরাও করে ছুঁটে চলা সেই শেয়াল টির কথাই বা না কে বলবে?
হলদে রং জাফরান রংয়ের মিশ্রন
বেমানান।