রোদে গা পুড়ে না
জ্বলে খালি?
ছায়া গুলো নাচে না
নাচে মগজ!
লেখা গুলো আর লিখতে মন চায় না।
দুষ্টমি করে খালি,
কালো মেঘ আকাশে ঘেঁসে চলে যায়
রোদে ওই ওড়না টা শুকাইতে দাও না।
দিলেও তোমার আসমানী নীল ওড়নার রঙ শুকিয়ে যায় না!
বাতাসে পাতা নড়ে না
গাছ টাই খালি দুলে হেলে হেলে
তাই বলে বৃষ্টি ও তোমার শরীল ছুঁয়ে দেখতে পারতো না
বৃষ্টি এসে চুল ভিজিয়ে দিতে পারতো না?
নাকি বৃষ্টির সাহস হয় না?
চোখের পানিতে চোখের নিচে কাজলের কালি গুলো পানিতে ছিন্ন ভিন্ন কেনো হয় না!
হাঁটার সময় লাফিয়ে কেনো চলো হাত মুখ কেনো ছাতায় ঢেকে রাখো
কেনোই বা এই গরমে কেনো টো টো করে ঘুরো
শিমুল গাছের নিচে এসেই কেনো বই পড়ো গরম লাগে না?
বাতাসে বই এর পৃষ্টা উড়িয়ে নে তোমারে ওড়ায় না।
বৃষ্টি আর আসতে চায় না।
তুমিও আর খেলতে চাও না।
বৃষ্টির ফোঁটা তোমার শরীল ছুঁতে চায় ভিজিয়ে দিতে চায় কিন্তু সাহসটা আর পায় না।