চাইলে আকাশ কেঁটে দুভাগ করবো
টপোস্ফিয়ার এ পাখির মতো উড়বো।
পেট ভারি করে মিষ্টি মিঠাই খাওয়াবো
বছরে লাল হয়ে চোখে ধূ ধূ মরিচিকা দেখবো
সেই ডাকে সাঁড়া দিতে হবে।
মনে নেই হয়তো কখন কবেকার
আগুনে নেভাতে গিয়েই আগুন খাবো।
কনকনে ঠাণ্ডা'য় মিশে থাকা কুয়াশায় চোখের জলের মতো স্বচ্ছ আলোয় খেলবো।
কাশবনে কাশ ফুলের রং সাদা হয় কেনো?  
তিন দু গুনে সাত হয় কেনো?
রাতে অন্ধকার ই বা নামে কেনো?
কতো না প্রশ্ন মিলাবো।
আকাশ থেকে বাতাসেও কান পেতে থাকবো
অযোদ্ধার মতো হাঁপিয়ে কথা বলতে না পারার মতো কর্নিশে ছুঁয়ে দিবো।
হনহনিয়ে ছুটে চলে যাবো।
হনহনিয়ে!