খালি বিছানাটা এলোমেলো হয়ে শুয়ে আছে
আছে পড়ে শুধু দলানো ফুল কিছু বাসি,
বাসি হয়ে গেছে শরীর এক রাতে
রাত এসে ছিল নিঃঝুম সন্ধ্যা পর।
জড়ানো কণ্ঠে ভালোবাসা কাছে ডেকেছিল
ডেকেছিল আর জপেছিল রাধে নাম,
নাম সংকীর্তন ভজেছিল এক রাতের মুখোশ
মুখোশ পড়ে নতুন কত মুখ দিয়া জ্বালাতে আসে।
গালভরা হাসির রোল ওঠে,
ওঠে এক থালা পূর্ণিমার চাঁদ আকাশে,
আকাশে জুড়ে ভাসে আলোর ভেলা
ভেলা ভেসে যায় অভাবের মাঝ রাতে,
রাতে ভোর আসে না ফুল ঝরার পর।
পটে আঁকা কিছু রেখা চিত্র
চিত্র মুছে ফেলা ছেঁড়া খাতার পাতা,
পাতা ঝরে পড়ে আছে বৃক্ষ খালি
খালি বিছানায় আছে পড়ে শুধু দলানো ফুল কিছু বাসি।