পাশে বসে কিছুকাল
কতক শব্দ বলে চলে গেলে,
বরষার অঝোর ধারার মাঝে
পরস্পর সাজানো রয়েছে বাকী।
খালি লাগে মন উঠোন
আঁধার হয়েছে রাতের সপন,
খোঁজ নেব জানা নেই
অবগুন্ঠনে ঢাকা দুটি নয়ন।
পাহাড়ের ঢালে মেঘেরা কাঁদে
ঝরনার জল নেমে আসে,
সকালের চোখে দেখা হবে
কথা দিয়েছে অজানা কারণ।