জীবন খাতা থেকে চুরি করে নেওয়া কিছুটা সময়,
নীলার সাথে আজ কিছু ক্ষণ আরব সাগর তীরে
মন হারানোর ভালোলাগা ছড়িয়ে ছিটিয়ে
আছে তোর চোখের দৃষ্টিতে,
জড়িয়ে ধরেছে তোকে আদরে শেষ বিকেলের পড়ন্ত আলো।

এ সাগর দিয়ে এসেছে সহস্র নাবিক,
এসেছে ফেরিওয়ালা কত হাজার স্বপ্ন নিয়ে
আজও তারা আসে চৈত্রর গা এলানো সন্ধ্যা বেলায়
আরব সাগর জলে পা ডুবিয়ে বসে আছি আমি ও সে,
আর একটি একটি করে ঢেউ আসে আর ফিরে ফিরে যায়।

মেরিন ড্রাইভে ধীরে ধীরে আলো জ্বলে ওঠে,
পীত আলোকে আলোকিত অন্ধকার
লোনা গন্ধ ভেসে আসে সাগরের মাঝ হতে,
তারাদের আছে বাসা আকাশের মাঝে,
আমার ঘরের ঠিকানা লেখা আছে তোর ঠোঁটের হাসিতে।