বিকেল মানেই ইস্কুল থেকে একছুট,
ছুট্টে খেলার মাঠ
মাঠের মাঝে চলছে খেলা,
কন্ঠভাষ্য অজয় অমলিন।
লাল হলুদ, সাদা কালো, সবুজ মেরুন,
বিদেশ-মানস, মনা-মজিদ, হাবিব-শ্যামল,
স্বপ্ন কত যে রঙীন ।
বিকেল মানেই ইস্কুল থেকে একছুট,
ছুট্টে বাড়ির ছাত
আকাশে দেখো উড়ছে কত
রঙীন ঘুড়ির ঝাঁক ।
কত যে নাম, কত যে প্যাঁচ
ভোকাট্টা হলেই মনের ঘচাংফুস্ ।
বিকেল মানেই ইস্কুল থেকে একছুট,
ছুট্টে পাড়ার মোড়,
মোড়ের মাথায় হাফ প্যাডেল
একমনে সাইকেল প্র্যাকটিস ।
বিকেল মানেই কলেজ থেকে একছুট,
ছুট্টে পাড়ার রক,
রকে বসে বন্ধু আমার তোর সাথে
গল্প আরও কয়েক পল ।
পড়ার কথা, দেশ'র লেখা, মনের ব্যথা,
বিদ্রোহী আঠারোর যৌবন ।
বিকেল মানেই অনেক আবেগ
স্মৃতি কাতর চায়ের ভাঁড়,
আমার তোমার প্রথম দেখা
গঙ্গার পাড়, বিকেলে ভোরের সুর ।
বিকেল মানেই আকাশে তখন
লোহিত রাঙা ঝড়,
জীবন খাতায় হিসাব লেখা হারিয়ে বসা
অনেক মুখের ভীড়,
বিকেল মানেই এখন আমার
বুক ভাঙ্গা পিঞ্জর তথাপি শান্ত নীড়।