আবার নিহত কিছু মানুষ
মানুষ নিজের হাতেই নিহত,
নিহত যারা তাদের শব বলে
বলে যারা তারা এখন জীবিত।
জীবিত যারা তারা ভয়ে থাকে
থাকে যারা তারা দূরে সরে যায়,
যায় যারা তারা আসে না ফিরে
ফিরে আসে শুধু সাদা কাপড়ে মোড়া
মোড়া কিছু কাঁটা ছেঁড়া শব।
শব কথা বলে না,
না বলা কথা বলে চলে বোকা বাক্স
বোকা বাক্সে বসা কাঁচা পাকা দাড়ি চুল,
চুল দাড়ি কাঁচা পাকা করে কলরব
কলরব করে চলে সান্ত্রী নেতা মন্ত্রী।
মন্ত্রী যারা তারা পরিযায়ী টুপি পড়া
টুপি পড়ে আছে জনগণ কত শত,
শত আর্তনাদে ভাঙ্গেনি যখন সান্ত্রীর ঘুম
ঘুম চোখে কাফি রাগে মাননীয়া নির্ভুল।
আবার নিহত কিছু মানুষ
মানুষ নিজের হাতেই নিহত,
নিহত যারা তাদের শব বলে
বলে যারা তারা এখন জীবিত ।