নীলা,
ফাল্গুন আকাশে মেঘ জমেছে,
দখিনা বাতাস রুদ্ধ,
উত্তুরে হাওয়া এনেছে বয়ে,
মেঘ গহন কালো।

নীলা,
বৃষ্টি নেমেছে,
রাতের আকাশে, ঝিরঝিরে নীরব,
মাটির উপর ভিজে মানুষের ভীড়,
অনেকটা নীচে আমার বাসা।

নীলা,
এখন আঁধার চারিদিক,
পথ পিচ্ছিল,
অস্থির এ সময়,
অন্ধকারের অনেক যাত্রী,
আলো কে তাই দিলাম এখন ছুটি।