ধ্বংসের কোপানলে তপ্ত মরুর বক্ষে
দিতে হবে পাড়ি,
বিভিষিকার আতঙ্কে যেন
নাহি ভয় করি।
ধরিত্রি উন্মোচনে গাইতে হবে
নব জাগরণের গান,
আজি বয়ে চলছে যেন
রাহীর রুধিরাক্ত বান।
অগ্নিঝরা দাবাদহে উর্ধ্বশ্বাসে
দিয়েছে কত না প্রাণ!!
দূরদিগন্তে নাহি দর্শনে পাই
নাহি নিশান।
আজি কেন দেখা যায় না?
মাটির প্রতি টান।
জড়পিন্ডের মতো অপারগতা
যেন না থাকে মনকুটিরে,
যেতে হবে বহুদূরে যেন
তারুণ্যের তরে।
দিতে হবে সমুদ্র পাড়ি
গাইতে হবে গান,
চালাতে হবে দূর্গম তরী পার
করে সবকিছু ছারখার।
পিঞ্জরে আবদ্ধ শিকল ছিঁড়ে
দেখাতে হবে খেল,
নির্মেঘ দূরদিগন্তে উদয় হবে
উদ্ধত নব উদ্বেল!!
রচনাকাল: ৩১/১২/০৮