হৃদয়কে বারেবার গড়ে তুলি মনের ক্যানভাসে,
তুমি নেই বলে আমি আর কবিতা লিখি না,
তুমি নেই বলে আমি গল্প লিখি না,
তুমি নেই বলে সাদা কাগজের উপর
কলমটা পড়ে থাকে নিশ্চল।
তারপরও কাব্য গাঁথি অন্তরে অন্তরে দিশাহীন অকূলে।
তবু লিখতে পারি না কেন? কেনই বা লেখা বন্ধ হয়ে গেছে।
সে কারণটা খুঁজে পাই না এখনও;
বিমূর্ত দৃশ্যের আলিঙ্গনে কখনো স্বপ্নে কেঁদে উঠি,
কখনো বা আবার হেসে উঠি উচ্চস্বরে।
তুমি কি আছো আমার অন্তরে অন্তরে?
তুমি কোথায়? তুমি কোথায়?
তোমাকে কাছে পাবার জন্য ব্যকুল আমি।
প্রতি মুহূর্তে, প্রতিটি অস্তিত্বে তোমাকে অনুভব করেছি।
আমার অস্তিত্বটাকে তোমাকে দিয়েছিলাম,
কিন্তু তুমি আমাকে শূণ্যতা দিয়ে চলে গেছো ফুলের দেশে।
আমি আসছি! আমি আসছি!! আমি আসছি!!!
তোমারই ফুলের সুবাস নিতে। দিবে কি আমাকে?
হৃদয়কে বারেবার গড়ে তুলি মনের ক্যানভাসে।
রচনাকাল: ৩০/০১/২০১৯ ইং