তুমি কি সন্ধ্যা?
নাকি আমার রজনীগন্ধা?
নাকি আমার মনের অতৃপ্ত সানন্দা?
তুমি কোথায় আছো এই পড়ন্ত সন্ধ্যায়?
তুমি তো আছো আমার মনের বারান্দায়।
তুমি কি সন্ধ্যা?
নাকি হাসনাহেনার সুগন্ধা?
নাকি জ্যোস্নালোকিত রাত?
নাকি নদীর স্রোতের ধারাপাত?
তুমি তো বিমূর্ত দৃশ্যে করছো বাজিমাত।
তুমি কি সন্ধ্যা?
নাকি আমার রজনীগন্ধা?
নাকি আমার মনের নীল পরী?
নাকি তুমি আমারে অনুভবকারী?
তুমি তো আমার মনের অতন্দ্র-প্রহরী।