অনুভবে তোমাকে খুঁজি,
স্মৃতিতে তোমাকে খুঁজি,
তোমাকে খুঁজি-
শাপলার হাটে,
দীঘির পাড়ে,
নতুবা জ্যোস্নালোকিত রাতে।

কখনো তোমাকে খুঁজি-
কিছু গল্পের মাঝে,
কবিতার ভাঁজে ভাঁজে,
কিংবা আবেশিত মুহূর্তে,
তোমাকে খুঁজি-
ক্যাম্প ফায়ারের জলসাতে,
আর কখনো গোধুলী লগ্নে।

কখনো তোমাকে খুঁজি-
আমার প্রতিটি নিশ্বাসে,
আমার প্রতিটি বিশ্বাসে,
তোমাকে খুঁজি-
আমার প্রতিটি অনুভূতিতে,
আমার জীবনের অস্তিত্বে।

ওগো আমার সহধর্মিণী,
তোমার কিংবা
আমার বয়স হয়েছে বলেই কি-
আমাদের স্মৃতিগুলোকে আর খুঁজতে নেই?
চলো মোরা স্মৃতির জলসায়,
আবারও মোরা হারিয়ে যাই।