তরতরে তাঁজা প্রাণ দিচ্ছে রাজপথে
রুখতে পারবে না তাঁকে কোন বিপদে
নতুনকে জয়,বাণীতে জ্বালাময়,
হবে ধ্বংসের ক্ষয়,অসীম উল্লাসে।
এগিয়ে যাচ্ছে তাঁরা, মানে নি কোন বাধা
                             জীবন সংগ্রামে।
পরাজয়ের হার মানবে আর,
                            উন্নত করে শির-
অসম্ভব বলে কিছু নাই,
               তাঁরা যেন সংগ্রামী তিতুমির।
পরাধীনতার শিকলে বন্ধি হতে চায় না আর
পরাজয়ের গ্লানি মুছে দিবে তাঁরা,
                উপহার দিবে মহৎ কিছু আর।
অধিকার আদায়ে তাদের সেচ্চার কণ্ঠস্বর
জীবনের অগ্রদূত তাঁরা,
                        তাঁরা জলন্ত দিবাকর।
দূর্গম পথে হেঁটে যাবে বারবার
তাদেরকে রুখতে পারা!
                                যাবে না আর।
জীবন সংগ্রামে জাগে তাদের চাঞ্চল্য-
দ্বীপ্তিমান হয়ে তাদের জাগে তারুণ্য।

************************


(তরুণ মানে-
ত- তরতরে তাঁজা প্রাণ দিচ্ছে রাজপথে,
রু-রুখতে পারবে না তাঁকে কোন বিপদে,
ণ-নতুনকে জয়,বাণীতে জ্বালাময়,হবে ধ্বংসের ক্ষয়,অসীম উল্লাসে।)