শোন হে পথিক, তুমি তো নওজুয়ান
সঠিক পথ সৃষ্টি তোমার কাজ
বাধা-বিপত্তি তুমি করবে অবসান।
তোমার ডাকে আসবে জোয়ার
আসবে উদ্বাত্ব-উত্তাল বান,
কেহ নাহি রুখতে পারবে
তুমি গাইবে বিদ্রোহী গান।
পথে আছে দুঃখ-কষ্ট,
পথে মৃত্যুর ছায়া,
পথিক তুমি জীবন নিয়ে
করবে তুমি না মায়া।
এগিয়ে যেতে হবে তোমাকে
ভয় দূর করবে তুমি,
বিজয়ী হলে তবে,
তোমার চরণ চুমি।
শোন হে নাবিক, তুমি তো দুঃসাহসিক
তুমি তো দূর্বার তারুণ্যের প্রতীক
সমুদ্রজলে চালাবে নৌযান,
নের্তৃত্ব দিবে সর্বাধিক,
তুমিই তো সমর পাবিক।
উচ্ছ্বলিত ঢেউ বেয়ে-
তুমি যাবে গন্তব্যস্থানে,
রহস্যের জট খুলবেই
তোমারই অবস্থানে।
আনবে তুমি মনি-মুক্তা,
আনবে তুমি হিরে-জহরত,
প্রতীক্ষায় বসে আছে
তোমার দেশের মহরত।
শোন হে নবীণ, তুমি তো বিদ্রোহী সৈনিক
তোমাকে ছাড়া কে পারবে?
আনতে অপার জয়,
পারবে তোমরা দূর করতে
সেই অনাকাঙ্খিত ভয়।
মলয় যেমন সবকিছু করে শেষ
তোমাদের দূর করতে হবে
আজিকার সমাজের-
দুঃখ-বেদনা-ক্লেশ।
স্বর্গ থেকে আনতে হবে
স্বর্গের পবিত্র সুধা,
সুন্দর সৃষ্টি যেন
খোদার এ বসুধা।
বসুধা বিবর্ণ হয়
ধ্বংসের ছোয়া লাগি,
তারুণ্যই যেন পারে
ফিরিয়ে দিতে-
সজীবতার গড়া সুন্দর অবণীর।
রচনাকাল: ২৩/০৫/০৯