আমার জীবনেও বসন্ত এসেছিল,
তবুও আজ পর্যন্ত কেউ বলে নি-
বসন্তের রঙে সাজতে,
তাকে সাজাতে, তাকে রাঙাতে।
আজ পর্যন্ত আমি কারো প্রিয়জন হয়ে উঠি নি,
অথচ প্রয়োজন হয়েছি সবার,
আজ পর্যন্ত কেউ বলে নি-
চলো হারিরে যাই দূর-দিগন্তে,
ভালবাসি তোমায় অসীম আবেগে।
নিজেকে বসন্তের রঙে রাঙাইনি কখনো,
কার জন্য রাঙাব নিজেকে?
সেই মানুষটাকেই আজো খোঁজে পাই নি,
কিভাবে পাবো তাকে?
সে তো কখনো ধরাই দেয় নি।
আমি তারই আশায় ছুটে গিয়েছি বহুদূর,
অপেক্ষায় আছি অনন্তকাল,
অথচ আমাকে গ্রাস করেছে অসীম শূণ্যতা,
একাকিত্বের বেড়াজালে হয়েছি আবদ্ধ,
একাকিত্ব আমাকে কুরে কুরে খায়,
কতটা ভালবাসলে-
একটি নারীকে আপন করা যায়?
কতটা আপন করলে-
একটি নারীকে আলিঙ্গণ করা যায়?
কতটা আবেগ হলে-
একটি নারী তার অস্তিত্বে মিশে যায়?
কখনো কোন নারী বলে নি-
ভালবাসা দিবসে গোলাপ ফুল লাগবে,
তাহলে গোলাপের কাঁটায় রক্ত ঝরাতাম,
কখনো কোন নারী আবদার নি-
তার খোঁপায় বেলী ফুলে মালাটি লাগবে,
তাহলে তাকে বসন্তের রঙে সাজিয়ে দিতাম।
হে নারী,
তোমাকে আজো আমি অনন্তকালের ধারায় খোঁজে বেড়াই
তুমি আছো আমার অস্তিত্বে, আমার বসন্তে ও আমার ভালবাসায়।
***************************
বসন্ত ও ভালবাসা দিবসের শুভেচ্ছা।
***************************