আমি হাঁটিয়াছি পথে, সিংহল সমুদ্রের ওপার থেকে
নিসঙ্গতায় আমি খোঁজে চলিয়াছি বনলতার শহর,
তবুও আমি পাই নাই বনলতার সাক্ষাত।
জীবনানন্দের বনলতা বলে নাই কোন কথা,
লিখে নাই কোন কাব্য,
লিখে নাই কোন চিরকুট,
এই জীবনে আমি পাইয়াছি শুধুই অসীম শূণ্যতা।
জীবনানন্দ দাস তুমি কোথায়?
কোথায় তোমার ধানসিঁড়ি তীর?
কোথায় তোমার রূপসী নীড়?
কোথায় তোমার সমুদ্র সফেন?
কোথায় তোমার তোমার বনলতা সেন?
আমি খোঁজিয়াছি ধানসিঁড়ির তীরে,
কখনো আবার মলয় সাগরে,
আমি খোঁজিয়াছি বিদর্ভ নগরীতে,
আমি খোঁজিয়াছি রূপসী বাংলাতে।
নির্লিপ্ত রূপসী বাংলায় আমি তো রহিয়াছি শূণ্য হাতে।
আমি হারিয়েছি জীবনানন্দের রূপসী বাংলা,
আমি হারিয়েছি তোমার শঙ্খচিল,
আর হারাতে চাই না ওহে জীবনানন্দ।
তোমার মতো বলতে ইচ্ছে করে-
আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে
অথবা আবার আসিব ফিরে মলয় সাগরে বনলতাকে ঘিরে।