আমি আবার ফিরে আসব-
আমি গড়ে তুলব সাম্যবাদ
হয়ত কেউ চিনবে না আমারে,
জানবে আবারও ফিরে এসেছে
লেনিন, মেন্ডালা আর বিসমার্ক।
তাদের আদর্শে হব পথপ্রদর্শক,
বিদ্রোহী এ প্রাণে করব প্রতিবাদ
আমি গড়ে তুলব সাম্যবাদ।
আমি আবার ফিরে আসব-
তাঁরা থাকবে আমারই মাঝে,
আমি হব দ্বান্দ্বিকতার কার্ল মার্কস।
দৃঢ় প্রচেষ্টায় ফিরে আসবে সাম্য,
উদ্বেলিত হবে তরুণ প্রজন্ম
দেখিয়ে যাব সত্যের পথ,
শোষিত এ প্রাণে করব প্রতিবাদ
আমি গড়ে তুলব সাম্যবাদ।
আমি আবার ফিরে আসব-
আমি আলেকজান্ডারের মতো
শ্রেষ্ঠ নৃপতি আসনে বসব,
আব্রাহামের মতো চিঠি লিখব
যে রকমটি লিখেছিল সে-
শিক্ষককে পুত্রের সুশিক্ষা দানে,
যা ছিল প্রকৃত শিক্ষার মানে।
স্বশিক্ষিত এ প্রাণে করব প্রতিবাদ
আমি গড়ে তুলব সাম্যবাদ।
আমি আবার ফিরে আসব-
আমি প্রগতির মশাল জ্বালিয়ে
এগিয়ে যাব সৃষ্টিশীল জগতে।
রুশোর মতো বলব,
আমরা ছুটে চলছি যেন
বিপ্লবী শতাব্দীর দিকে।
আমি আবার ফিরে আসব-
বিপ্লবী এ প্রাণে করব প্রতিবাদ
আমি গড়ে তুলব সাম্যবাদ।
রচনাকাল: ২৬/০৭/২০১৭