সন্ধা নামে কল্পনার রঙ মেখে
তারপর আসে রাত,
স্তব্ধ আকাশ, তারাগুলো মিটমিট করে জ্বলে
শূণ্য চারিপাশ।
জোনাকিদের আলোর মিছিল ঘনসুনিবিড় বাশঁবাগানে খুঁজে ফিরে সুনীল আকাশ
স্বর্গীয় সৌরভে মতোয়াতা হাসনাহেনার পরিবার।
পৃথিবীর সব নদীতে পূর্ণিমার চাঁদ নামে রূপালী স্নানে
চারিদিকে নিঝঝুম নিরবতা।
সারি সারি নৌকার পিদিম প্রভায় চকচক করে ওঠে জেলে-স্বপ্ন;
খরস্রোতা পদ্মার উজানে ইলিশদের সতর্ক পথচলা
কালো মেঘ আর চাঁদে রাতভর লুকোচুরি
খেলে চলে আকাশের কোণায় কোণায়
দিঘিজলে পরীস্নান লিখে চলে অম্লাণ চিরায়ত রূপকথা
নীল পরী, লাল পরী আর সবুজ পরীর ঐক্যতানে
দুলে ওঠে রূপকথার সাম্পান
সৈকতে আছড়ে পড়া জলরাশির গর্জন
ভেসে যায় বহুদূর
মিশে যায় স্বর্গের নহর কল্লোলে...
রচনাকাল: ০৫/১২/২০০৯ ইং