প্রেম নদী যমুনা তুমি কতই না অপরূপা!
খরস্রোতের জলে ভাসে তোমারই শোভা।
পাল-তোলা নৌকার সৌন্দর্য্য তোমার জলে
তুমি তো অভয়ারণ্য! ডাহুক পাখির কোলাহলে।
বিমূর্ত দৃশ্যের আলিঙ্গণে চাঁদের আলো সমান্তরালে
দু:খগুলোকে করেছি আড়াল মনের অন্তরালে।
লিখে চলি কাব্য নৌকায় যমুনায় ভেসে ভেসে
পড়ন্ত সন্ধ্যায় রজনীগন্ধায় কবিতা ভাসাই আবেশে।
জীবনের গল্প শুনি আমি মাঝির সাথে কথোপকথনে
জীবন শুধু আনন্দ নয় বুঝি আমি বেদনার ছন্দে-ছন্দে।
ভালবাসায় জয় হয় চিরকাল জানি প্রেম যমুনার অন্তরে
মাঝির ভালবাসা সার্থক হলেও আমি থাকি দ্বিধা-দ্বন্দ্বে।
                                                     সংক্ষিপ্ত।