পানতা খেয়ে প্রাণটা চালায়
                     আনিছ আলী মিয়া।
সেদিনই তো সে; হলো অবাক!
               বৈশাখের মেলাতে গিয়া।
পানতা হলো বাঙালীর ঐতিহ্য
                          নববর্ষের দিনে।
নববর্ষে হয় কি আসলে মজা?
                        শুধু ইলিশ বিনে।

পহেলা বৈশাখ দিনটা আহা!
                  কি দারুণ! তুই পানতা!
                                আরে বাহঃ!
দেশব্যাপি পানতা ছড়ে
                  যা সবার নজর কাড়ে।
আহা! কি সুন্দর! এই দিন!
               পানতা হলো সবার অধীন।
পহেলা বৈশাখের ইলিশ মাছ ভাজা
               দিনটা হলো পানতার রাজা।

মাঝে মাঝে সবাই মশগুলে
                          রমনার বটমূলে।
গাইছে সবাই বৈশাখের গান
                    মাতিয়ে বাংলার প্রাণ।
গরীবের মরিচ ভাজা
               পানতা হলো সবার রাজা।
                        

রচনাকালঃ ২১/০২/০৪ ইং