প্রত্যাশার প্রদীপ জ্বেলে রাত জাগি অবিরাম
স্বপ্নের ডানায় ভেসে যায় অনন্তের গান।  
ভোরের শিশিরে ধুয়ে যাই ক্লান্ত পথের ধূলি
নতুন দিনের আলোয় জ্বলে আশা অনাবিল।  

সময়ের স্রোতে বয়ে যায় নিঃশব্দ অভিমান
তবুও হৃদয়ে গেঁথে রাখি আশার সোনালি গান।  
দিগন্তের ওপার হতে ডাক দেয় অজানা ধ্বনি
আমিও ছুটে চলি নিরবধি, থামার নেই কোন গতি।  

তারার আলোয় আঁকা পথে জেগে থাকে স্বপ্নেরা
মেঘের আড়ালে লুকিয়ে থাকা রোদের মতো ধ্রুবতারা।  
বাতাসের গানে মিশে থাকে নিঃশব্দ দীর্ঘশ্বাস
তবু হৃদয়ে রেখেছি যত অহর্নিশ প্রত্যাশা।  

শীতল হাওয়ায় কাঁপে মন, দোল খায় মেঘের ছায়া
আলো আঁধারের লুকোচুরিতে স্বপ্নেরা হারিয়ে যায়।  
তবু চোখে রাখি প্রতীক্ষার ছাপ, আশার সোনার প্রদীপ
অবিরাম পথ চলাতেই বেঁচে থাকার একটুখানি সুরভি।  

অহর্নিশ প্রতীক্ষায় আছি, সময়ের হাতে হাত রেখে
সন্ধ্যার পরেও আলো জ্বালি, গভীর রাতের পাশে থেকে।  
স্বপ্নেরা গড়বে নতুন ভোর, নতুন দিনের জয়গান
অহর্নিশ প্রত্যাশার ডানায় ছুটবে উজ্জ্বল অভিমান।