হে আমার সহধর্মিণী ,
তুমি দিয়েছো শক্তি আমায়,
যে শক্তিতে করি বিশ্ব জয়।
তোমার হাতের ছোঁয়ায়,
জীবন জেগে নতুন কোন সম্ভবনায়।

হে আমার সহধর্মিণী,
তুমি আমাকে শিখিয়ে ভালবাসা,
যে ভালবাসায় ভরে যায় প্রতিটি মুহূর্ত ,
তুমি প্রেরণা, তুমি সুখের সবুজ বাগিচা,
তোমার হাসি বিমল, আমার সকল আশা।
তুমি যখন পাশে, দুর্গম পথও হয়ে যায় সহজ,
মেঘে ঢাকা আকাশে খুঁজে পাই সবুজ।

হে আমার সহধর্মিণী,
তুমি বলেছো, “সব কিছু হবে ঠিক”,
তোমার কথায় গড়েছি, আশার নতুন এক শিখর,
জীবনের সব বাধা ভেঙে দিলে
তুমি যেন শহরের এক মায়াবী রং।
অনেক রাত জেগে থাকা, অনেক দিনের চেষ্টা,
তুমি সব সময় আমার পাশে,
দিতে এতো ভালবাসার আবেশ।

হে আমার সহধর্মিণী,
তুমি দিয়েছো সাহস,
যা কখনো হারাতে দেবে না,
অবিরাম চলতে থাকবে,
ইচ্ছেগুলো আমার হবে জীবন্ত।
তুমি আমার গন্তব্যের দিশারী,
নতুন পথের অচেনা সুর,
তোমার উৎসাহে চলি আমি,
প্রতিদিন নতুন করি ভরপুর।

হে আমার সহধর্মিণী,
তুমি এক রহস্যময়ী,
যার মাঝে লুকিয়ে আছে জীবনের সৌন্দর্য,
এক অনন্ত গীত।
তুমি দেখিয়েছি কিভাবে ভালোবাসতে হয়,
কিভাবে পরস্পরের পাশে দাঁড়াতে হয়,
তোমার শেখানো সেই স্রোতে-
মিলনের এক নতুন কাব্য লিখতে হয়।

হে আমার সহধর্মিণী,
তুমি আমার ভরসা,
যার উপস্থিতিতে আমি একাকী নয়,
তুমি সুখের গান গাও,
তুমি ভালোবাসার নান্দনিক গুন।
চোখ বন্ধ করলেই ভাবি,
কতবার তুমি আমার পাশে দাঁড়িয়েছো,
শক্তির আকাশে তুমি,
মেঘের মতো ভেসে বেড়িয়েছো।

হে আমার সহধর্মিণী,
তুমি আমার মনের রাজপথ,
যে পথে হাঁটতে পারি,
তোমার হাত ধরে, ভয়ে আর নেই কিছু।
তুমি প্রেরণা, তুমি প্রেম,
তুমি আমার জীবনের অঙ্গীকার,
তোমার হাসি যেন ভোরের রোদ,
তোমার সঙ্গেই পেতে চাই আমি সব।

হে আমার সহধর্মিণী,
তুমি দিয়েছো শক্তি আমায়,
যে শক্তিতে করি বিশ্ব জয়।
তুমি আমার আত্মায়, আমার প্রতিটি চিন্তায়,
তুমি আমার জীবনের আঁকাবাঁকা পথ,
যেখানে আমি খুঁজে পায় নতুন ভরসা।

হে আমার সহধর্মিণী,
চল একসাথে অজানা পথে, সাধনাতে,
সংগ্রামে, নতুন সুরে, নতুন গানে।
এভাবেই গড়বো আমরা, একটি নতুন ইতিহাস।

হে আমার সহধর্মিণী,
তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ।
তোমার ভালোবাসায়, জীবন হয়ে উঠুক সুখময়।
তুমি দিয়েছো শক্তি আমায়,
যে শক্তিতে করি বিশ্ব জয়।

ইতি-
তেমার কাব্যিক।