ওগো রাতের জোনাকি, তুমি কী সুন্দর!
তোমার আলোয় ভরে যায় সারা রাত,
তোমারই সাথে চলে আঁধারি পথিক,
তোমার আলোয় পায় সে স্বস্তি।

ওগো রাতের জোনাকি, তুমি কী সুন্দর!
তুমি কী ছোট! তবুও কতো শক্তিশালী!
তোমার আলোয় ভেঙে যায় অন্ধকার,
তোমার আলোয় আলোকিত হয় বাঁশবাগান।

ওগো রাতের জোনাকি, তুমি কী সুন্দর!
তোমার জীবন কী অদ্ভুত!
অদ্ভুত তোমার জীবন বিসর্জন,
তোমার আলোয় দেখি স্বপ্ন,
তোমারই অনুপ্রেরণায় পাই সফলতা।

ওগো রাতের জোনাকি, তুমি কী সুন্দর!
তোমার আলোয় পাই কুমল ভালবাসা,
তোমার কাছ থেকে শিখি জীবন দর্শন,
তোমার আলোতে হয় অমৃত বর্ষণ।

ইতি-
তোমার কাব্যিক।