মুক্ত বিহঙ্গ থাকতে চায় না আবদ্ধ খাঁচায়
স্বাধীন হয়ে উড়তে চায় সুনীল আকাশটায়,
শান্তি পরশে-পরশে বিহঙ্গ মেলতে চায় ডানা
হতে চায় সে সবার সেরা হয়ে হার না মানা।

মুক্ত বিহঙ্গের মতো উদ্দামতা আছে তারুণ্যে
চলতে পারে স্রোতের প্রতিকূলে,কখনো অরণ্যে,
তরুণরা পারে জাগাতে আনন্দ প্রতিবন্ধকতায়
এনে দিতে পারে স্বাধীনতা নিজের প্রচেষ্টায়।

মুক্ত বিহঙ্গ চলতে চায় ত্রিপ্রান্তরের ঘূর্ণিপাকে
চায় হারাতে অজানা রাজ্যে তাদের জীবনটাকে,
বিহঙ্গ স্বাধীন হতে চায় সে আবদ্ধ খাঁচা থেকে
বিহঙ্গ স্বাধীনতায় উড়ে আকাশে আনন্দ মেখে।

মুক্ত বিহঙ্গের মতো পাড়ি দিতে চাই সাগর
রহস্য উৎঘাটনে যেন রহস্যের জালে দূর্মর,
তরুণরা স্বর্গীয় অমৃত আনতে পারে এ ধরায়
সাজাতে পারে এ ধরা যেন অমৃতের সুধায়।

রচনাকাল:২৯/০৭/০৮