বিবাহ মানে আমার মনে নতুন আমেজ আসা লগ্ন,
বিবাহ হলো দুটি মনের একিভূত আশা আর সংলগ্ন।
বিবাহিতরা দুটি দলে বিভক্তি,
একদল আমাকে দেয় উক্তি,
বয়স তো কম হলো না, কেনই বা আমি অবিবাহিত?
সময় গেলে সাধন হবে না, বিবাহ করে হও সংযুক্ত।
আরেকদল করে নিষেধাজ্ঞা আরোপ,
করিস না রে বিবাহ, বউয়ের জ্বালা খুব।
স্বাধীন হয়েও আছি রে পরাধীন বুঝবি শেষে,
বিবাহ করিস না রে ভাই তুই হেসে হেসে।
এখন আমারও কি যে হলো মনেতে সংঘাত!
এ তো দেখছি এক তান্ডব, বিবাহ বিভ্রাট!
জানি আমার শাসন লোপ পাবে বউয়ের প্রভাবে
বউয়ের তিক্ত কথা শুনতে হবে নিজের স্বভাবে।
এখন আমার বিবাহের চিন্তায় দ্বিধাযুক্ত মন
বুঝেছি বিবাহ মানে অমৃত সুধা গিলে মৃত্যুকে আমন্ত্রণ।
********************************
বি.দ্রঃ কবিতাটি রম্য রচনা। কবিতাটিকে সবাই কৌতুক হিসেবে গ্রহণ করুন।