মোঃ আনিছুর রহমান বাংলাদেশের জনপ্রিয় তরুণ কবি। জন্ম ১৯৯৪ সালের ১৫ জুন জামালপুর জেলায়। তাঁর পিতা মোঃ জহির রায়হান একজন বীর মুক্তিযোদ্ধা। মাতা আফরোজা বেগম একজন গৃহিনী। মোঃ আনিছুর রহমান শৈশব থেকে কবিতা লিখে আসছেন। ঢাকা বিশ্ববদ্যিালয়ের শিক্ষক ও কবি এবং ষড়ঋতু পত্রিকার সম্পাদক মুহাম্মদ ইলিয়াস উদ্দীন স্যারের সহায়তায় সর্বপ্রথম ২০১৫ সালে কানাবক পাবলিশিং হতে “ষড়ঋতু” পত্রিকায় (গ্রীষ্ম সংখ্যায়) তাঁর কিছু কবিতা প্রকাশিত হয়। বর্তমানে তিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিতে কম্পিউটার ল্যাব এ্যাটেনডেন্ট পদে কর্মরত। পাশাপাশি পড়াশুনা চালিয়ে যাচ্ছেন।তিনি ২০০রও বেশি কবিতা লিখেছেন। তাছাড়া তাঁর কিছু কবিতা প্রকাশ হয়েছে বিভিন্ন পত্রিকায়।আর কিছু কবিতা প্রকাশের দ্বারপ্রান্তে। কবি ছাড়াও তিনি একাধারে লেখক, নাট্যকার ও উপন্যাসিক। তার পিতা সুফি সাধকের ভক্ত হওয়ায় এর কিছু গুণাগুণ তার মাঝে প্রকাশ পায়। তাঁর লেখা ধারাবাহিক সুফি প্রতিবেদন “আত্মার নেটওয়ার্কিং” বিশেষভাবে উল্লেখযোগ্য।
আলোচনাটি ১১০৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৮/০৩/২০১৭, ২২:৪০ মি: