জেগে ওঠো হে কিংবদন্তি!
সদা হও জাগ্রত, এলো যে নতুন সূর্যের উদ্যমতার ভোর,
ঘুমিও না আর, এলো যে নতুন সূর্যের রক্তিমতার সুর।
জেগে ওঠো হে কিংবদন্তি!
কিসে তোমার ভয়! তুমি তো অজেয় বীর,
ভাঙো শৃঙ্খল, আলো ঝলমল চারিধার।
জেগে ওঠো হে কিংবদন্তি!
তোমার পদচিহ্ন আঁকা পথের ধূলিতে, সাহসে বাঁধো বুক ,
হে কিংবদন্তি বীর, তোমার প্রতাপে সকল ক্লেশ দূর হোক।
জেগে ওঠো হে কিংবদন্তি!
তন্দ্রা ভাঙ্গো আজ, নতুন সূর্যে রাঙা দিগ্বিজয়ীর সাজ,
অতীতের বীরত্বে, জাগাও ফিনিক্সের মতো বজ্রপাত।
জেগে ওঠো হে কিংবদন্তি!
তুমি নির্ভীক, তোমার পদচিহ্নেই রচে সম্ভবনার পথ,
হয়ত, তোমার অপেক্ষায় চেয়ে আছে নতুন প্রভাত।