ওরে, আজি তোরা সব ঘুমিয়ে কেন?
ওরে, তোরা সব জেগে ওঠ্, তড়া করে,
ওরে, তোরা সব প্রগতির মশাল জ্বালা!
ওরে, তোরা সব এগিয়ে যা, রণ করে।
ওরে, তোরা সব এগিয়ে যা গেঁথে জয়ের মালা।
ওরে, সংকল্পের আহ্ববান ডাকছে তোরে
ওরে, ভেঙে ফেল সব বাধা, বিজয় আনন্দে,
ওরে, বিজয়-কেতন উড়িয়ে দে রে
ওরে, উড়িয়ে দে রে উর্ধ্ব নিনাদে।
ওরে, তোরা সব যা আলোর মিছিলে
ওরে, তোরা সব জয়গান গা, অভিন্ন ঐক্যতানে,
ওরে, তোরা সব জয়ধ্বনি কর্, সৃষ্টি-সুখের উল্লাসে।
ওরে, ঘুমন্ত নগরে ছুটে যা, জাগার আহ্ববানে!
ওরে, দিগন্ত পানে ছড়া আলোকছটা, পৃথিবীর সবখানে।
ওরে, আসন্ন প্রজন্মের তরে
ওরে, জ্ঞানের বিশালতা এনে দে রে,
ওরে, এগিয়ে যা মৃত্যুপানে!
ওরে, জেগে ওঠ্ জাগার আহ্ববানে।
রচনাকাল: ২৮/০৬/২০১৮ ইং