আমি অরণ্য, সবুজের সমারোহে সৃষ্টির প্রেমিক
পাখির কুলাহলে মনে হয় আমি স্বপ্নে ভ্রমণিক,
আমি অরণ্য, পৃথিবীতে মিশাই সবুজের রঙ
স্তব্ধ রজনীতে চাঁদনী আলোয় বিরাট সম্মিলন।
আমি অরণ্য, সবুজের স্বপ্ন বুনি যা এঁকেছি মনে
মেঘের মধুর ভাষায় আমি কথা বলি সংগোপনে।
আমি অরণ্য, পৃথিবীর বুক ফোঁড়ে খুঁজি স্বর্গের পথ
সুরের ঝুলন্ত বাতাসে নিয়ে চলি আমার রথ।
কিন্তু আজ!
আমি অরণ্য, আজ আমি প্রাণের দুঃখে হয়েছি বিষাক্ত
এই সভ্যতায় আমার সবুজের সমারোহ হয়েছে রক্তাক্ত।
আমি অরণ্য, আজ আমি জরাজীর্ণ, আজ আমি শঙ্কিত
মনে হচ্ছে আর বেশি দূরে নয়, পৃথিবীর ধ্বংস হবে অঙ্কিত।