আমি সংগ্রামী, হার মানি না,
সমর্থ আমি, আমি অপরাজিত,
জয় জয় করা নিরন্তর আমি,
সবুজের মাঝে আমার জয়গান।
বিচারের সৃষ্টি, আমার শক্তি,
দুর্দান্ত আমি, আমি বিজয়মুখী,
অপ্রতিরোধ্যতা আমার প্রিয়,
প্রতিশোধে নামবো আমি বিস্তৃত।
আগুনের মত আমার প্রাণ-অধীর,
তিমি কিংবা অক্টোপাস,
আমি ছুটে চলি-
জ্বলন্ত, বিস্তৃত আগ্নেয়গিরির পথে।
পরাজয় চায় না আমি,
নিজের শক্তিতে ধ্বনিত হই,
দুঃসাহিসক, আমি তো নির্ভীক,
আমি বিক্ষিপ্ত, আমি অপরাজিত।
আমি সংগ্রামী, সে আমার সংকল্প,
দুর্বিপথে হারে নেই আমার ভয়,
বিজয়ের অভিষিক্ত আমি অমর,
বাধা আমার অন্ধকার।
অটুট আমি, অদম্য আমি,
জয়ী থাকি শত নামের মধ্যে,
সম্পূর্ণ আমি, জীবনে সম্পূর্ণ,
আমি সংগ্রামী, আমি বিজয়ী।