হে মানবী,
তোমাকে খোঁজি মনের মাঝারে তীব্র আকুতিতে,
তোমাকে রচনা করি আমার পবিত্র প্রেমাসক্তিতে।
তোমাকে পাবো কি না তাও জানি না,
পাবো না জেনেও অনুভূতিতে ক্লান্ত হই না,
তোমাকে ভাবতেও এক প্রশান্তি অনুভব করি।
জানি না তুমিও কি তাই অনুভব করো?
হে মানবী,
আমি জানি তোমারও মন আছে এক আকর্ষণের
কাউকে কাছে পাবার, ভালবাসার আর রোমান্টিকতার।
তুমি কি জানো? রোমান্টিকতা কি?
একটি চাহিদা পূরণের লক্ষ্য শত মানবীর মন জয়,
এটা কোন রোমান্টিকতা হতে পারে না,
এটা তো হলো প্রতারণার ফাঁদ আর সর্বনাশ।
হে মানবী,
একটি মানবীর সুখের জন্য যে বহুরূপে আসে,
নিজের সুখের বদলে শত মানবীর সুখ তাকে দেয়,
অথচ আজ সে হয় যে অবহেলিত,
তবুও সে একটি মানবীর মনে স্থান পায় না,
অথচ এটাই রোমান্টিকতা।
রোমান্টিকতা মানে এই না যে
শুধু আসক্তি,
রোমান্টিকতা হলো অভিমান ভাঙানো,
দুষ্ট-মিষ্টি ঝগড়া,
আর সব সময় পাশের আশ্বাস।
অথচ আজ মানবীরা বেশ স্বাধীনচেতা।
হে মানবী,
যদি এসবই রোমান্টিকতা হতো
তাহলে ভালবেসে বিয়ে করে সংসার বিচ্ছেদ হতো না।
ভালবেসে বিয়ে করে রোমান্টিকতার পরাজয় হয় কেন?
তুমি কি জানো?
আগের দাদা-দাদি সবচেয়ে বেশি রোমান্টিক ছিল,
আশি বছর সংসার করেও তারা বিচ্ছেদের কথা ভাবিনি।
কিন্তু আজ!
কেন নব সাজ?
তবুুও রোমান্টিকতার পরাজয়!
হে মানবী,
আমি ভালবাসি তোমায়
পর জমনে কাছে পাবার আশায়,
আমি ভালবাসি তোমায়,
তোমার কষ্টগুলো নিজের করে নিতে,
তোমার না পাওয়া ইচ্ছাগুলো
পূর্ণ করার আশায়!
যদি তাই হয়,
আসো, তোমাকে সাত প্রহরের বিল দেখাব,
তোমাকে প্রকৃতির শোক দেখাব,
তোমাকে ভালবাসার ভুবন দেখাব,
তোমার জন্য আমিও হতে পারি রক্তাক্ত,
হয়ত এগুলোও রোমান্টিকতা হতে পারে।
হে মানবী,
আমি হারাতে চাই তোমার আবেগে,
তোমার অনুভূতিতে!
তোমার অনুভবে, তোমার অস্তিত্বে!
আমার রোমান্টিকতায় তোমাকে ভাসাতে চাই।
তুমি কি ভাসবে আমার রোমান্টিকতায়?