ওহে নারী,
তোমাতে করি বসবাস,
মোর সকল অভিলাষ,
তোমাতে হারাই নীড়ে,
তোমার স্বপ্নের ভীড়ে।
ওহে নারী,
তোমার নোলক খানি,
দুলছে দখিনা সমীরণে,
তোমার চুলের ঘ্রাণে,
আকৃষ্ট হই সংগোপনে।
ওহে নারী,
আবেশিত হই মধুলগ্নে,
নিকুঞ্জের পুষ্প আবরণে,
শোভাসিত করি তোমায়,
মোর স্পন্দনের ছোঁয়ায়।
ওহে নারী,
তুমি রচিত কবিতাই,
বর্ণ-শব্দের মাধুর্য্যতাই,
তুমি কলম ও কবিতা,
তুমি বসন্তের সজীবতা।
ওহে নারী,
তোমাতে করি বিচরণ,
তোমাতে করি আহরণ,
তোমাতে করি চাষ,
যেন প্রেমের আভাস।
"ওহে নারী,
তুমিহীনা মোর যেন অনন্তকালের শোক।"