“হে মাঝি, তুমি কেন ক্ষান্ত নও ক্লান্ত সফর শেষে,
             ক্লান্ত দেহে দাঁড় বাও বীর পুরুষের বেশে।
             হায়!এখনো নয় কি শেষ তোমার সফর?”

গম্ভীর আওয়াজ, এলো ভেসে তারপর-
           “এখনো হয়নি শেষ মোর সফর
            সূর্যাস্ত হয়নি বেলা মাত্র দ্বিপ্রহর।”

“হে মাঝি, ভীরু-কাপুরুষের মতো নও কি তুমি?
             নেই কি তোমার ভয়! সম্মুখে ভয়াল জলভূমি,
             শঙ্কায় গা শিউরে ওঠে, কখন বুঝি যাই ডুবে,
                                       একি যেন শ্রান্ত সফর!

ভীষণ ক্রোধে, জবাব তার শুধু একবার-
            “এই মাঝির শক্ত পেশী দেখছো না আর!
             কেন এই প্রচন্ড ভয় তোমার?
             মজবুতী মাস্তুল, নিপুণ দাঁড়ের টান
             এই বিপদে আমি হইনি পেরেশান।”

“হে মাঝি, তুমি তো আনলে বিজয় ফরমান
             দু’হাতে তুলে ধরেছো অকতোভয় সম্মান
             প্রখর সূর্যালোকে তুমি দ্বীপ্তমান,
             বিপর্যয়ের মাঝেও আছে তোমার অদম্য মনপ্রাণ,
             তুমি তো অসীম নির্ঝর!
             হায়!এখনো নয় কি শেষ তোমার সফর?”  

মাঝির কণ্ঠে, সহসা সেই উক্তিটি দূর্মর-
            “এখনো হয়নি শেষ মোর সফর
             সূর্যাস্ত হয়নি বেলা মাত্র দ্বিপ্রহর

“হে মাঝি,তুমি তো অসীম নির্ঝর!
            দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তুমি, একি যেন শ্রান্ত সফর!”

https://www.poemhunter.com/poem/xebec-a-dangerous-tour/