আকাশ জুড়ে চাঁদের হাসি, খুশির আলো ঝরে,  
ফাগুন বরণ বসন্ত গেয়ে হৃদয়ে নাচন ধরে।  
রঙিন রাতে তারার নাচন, বাতাস গুনগুনায়,  
ঈদের খুশি আনলো সাথে ভালোবাসার ছায়।  

ঘরে ঘরে সুর বাজে আজ, খুশির মিষ্টি গান,  
শিশুর মুখে উচ্ছ্বাস খেলে, নতুন স্বপ্নবান।  
সকাল হলে নামাজ শেষে মিলে সবাই একসাথে,  
প্রেম-ভালোবাসা উজাড় করে কোলাকুলি হাতে হাতে।  

নতুন পোশাক, আতরের গন্ধ, মিষ্টি মুখের দান,  
মন খুলে সব ভুলে যাই, নেই আজ কোনো অভিমান।  
গরীব-দুঃখীর সাথে মোরা ভাগ করে নিই ঈদের সুখ,  
আনন্দ যেন ছড়িয়ে পড়ুক, হাসি ফুটুক হাসি-মুখ।  

পিতা-মাতার ভালোবাসায় আশীর্বাদ মেলে আজ,  
ভাই-বোনের মিলন মেলায় ঝরে প্রেমের সাজ।  
দূর থেকে আসা প্রিয়জনের দেখা পাবার দিন,  
ঈদের খুশি হৃদয় ছুঁয়ে রাঙায় জীবন রঙিন।

শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক, ঘুচে যাক সব দ্বন্দ্ব,  
ভালোবাসায় গড়ে উঠুক এক শান্তিময় সুগন্ধ।  
ঈদ মানে শান্তি, ঈদ মানে ভালোবাসার আশা,  
ঈদ মোবারক—আনন্দ ছড়াক সবার ভালোবাসা!