চলো নতুন কিছু করি,
চলো বদলে যাই,
চলো জয়গান গাই-
জীবনের মঞ্চে শত প্রতিকূলতায়।

চলো আদর্শ শিক্ষক হই
শিষ্য না বুঝলে পাঠ,
বিকল্প ধারায় বুঝাই প্রেক্ষাপট।
চলো হারিয়ে যাই-
নতুনের স্বাদ করি গ্রহণ ভিন্ন মাত্রায়।

চলো আপনি স্বশিক্ষিত হই
চলো প্রকৃতি হতে শিক্ষা নিই,
চলো বদলে যাই,
অনুভব করি প্রকৃতির গভীরতায়।

চলো নতুন কিছু করি,
চলো পৃথিবীকে সবুজে ভরে তুলি,
চলো পৃথিবীকেই কিছু উপহার দিই-
উপহার দিই সবকিছুই যা মানব কল্যাণেই।

চলো নতুন কিছু করি,
চলো বদলে যাই,
চলো জয়গান গাই-
জীবনের মঞ্চে শত প্রতিকূলতায়।

রচনাকাল: ২০/১২/২০১৮ ইং