গোধূলি আসে, লোহিত হয় মাঠ-ঘাট-তেপ্রান্তর
লোহিত আকাশে রঙিন হয় নতুন ঘুড়ি,
ভালোবাসার ছড়ায় প্রকাশিত হয় প্রেমের মুহূর্ত,
সন্ধ্যা পাখি গান গায় বিমূর্ত দৃশ্যের আলিঙ্গনে।
লোহিত সূর্য পটে নেমে বাজায় বেহাগের সুর
পথে পড়ে সোনালী অশ্রু গোধূলির আহ্বানে,
মেঘের ছায়ায় ছুটে চলে রঙ, বাজে বীণা,
মন ভরে যায় গোধূলি কাব্যের কোলাহলে।
গোধূলি যেন স্বপ্নে দেখা কোন রঙিন শহর,
সৃষ্টির রঙে রঙিন হয় আকাশ যেন চিত্রশিল্প,
মৃদু মলয়ে রচিত হয় কাব্যের ভাষা,
বিরল স্বপ্নে, স্বপ্নিল হয় মোর কবিতার উঠান।
গোধূলি বেলা, পৃথিবী মজে তার অপরূপে
সোনালী আলোয় রঙিন হয় সব সৃষ্টি,
মেঘের ছায়ায় ছুটে ভেসে যায় মন,
গোধূলি লগ্নে! ছুটে আসে মায়া তার হাসিতে।
গোধূলির সুরে ভেসে আসে লোহিত নিমন্ত্রণ
মেঘের রঙে রঙিন হয় সব মায়া বন্ধন,
মলয়ের সাথে নৃত্য করে প্রশাখা মধুর গানে,
হৃদয়ে উত্সাহ জাগে প্রেমের মাধুর্যে।
গোধূলির আহ্বানে বর্ষিত-সন্ধ্যা আবেশিত হয়,
ধরা দেয় স্বপ্নের মেলা হৃদয়ের আকাশে,
চুপচাপ বসে থাকে বেহাগের দিগন্ত-পানে,
প্রেমের কাহিনী রচে গোধূলির হৃদয়ের বন্ধনে।
গোধূলির চোখে মিষ্টি আভায় বিকশিত কাব্য ,
সোনালী ছায়া পড়ে রয় ধরার মাঝে,
স্নেহবাণী ছুটে যায় জীবনের মঞ্চে,
গোধূলি বেলায় হয় সৃষ্টির নাটক প্রদর্শন।
গোধূলির আসনে সূর্যাস্ত হয় পশ্চিমায়,
গোটা বিশ্বে ছুটে পড়ে স্নেহের বৃষ্টি,
চিরকাল থেকে যায় হাসির আবেগে,
সোনালী পৃথিবী রহে হৃদয়ের কোলাহলে।
গোধূলির আহ্বানে বন্ধুত্বের হাতটি বাড়াই,
গোধূলির মিলনে রয়েছে মিষ্টি গল্পই,
লোহিত হাসির স্বপ্নে আলোর রাত্রি জাগে
সব হৃদয়ে বাজে গোধূলি! মধুর সুরে সুরে।
গোধূলির আসনে পৃথিবী এক স্নিগ্ধ রঙে সজ্জিত ,
স্বপ্নের মেলা রচে স্মৃতির পারাবারে,
মৃদু মৃদু মলয় ছন্দপতন, বুনে স্বপ্নের গান,
মনের ভিতর সুখ ভরে উঠে গোধূলির আহ্বান।