বর্ষা নির্ঝর আর অবিরাম ঝরণা ধারার একটি ঋতুর নাম।
বর্ষা কল্পনার স্মৃতিকে জাগ্রত করার একটি বিশেষ মুহূর্ত।
বর্ষা লুটিপুটি খাওয়া কদম ফুলের বাহারি সাজ।
বর্ষা বাদলা দিনের সেই হারানো সুখ।
বর্ষা বাধ-না-মানা কিশোর-কিশোরীর পুলকিত দুরন্তপনা।
বর্ষা ডাহুকের চিরচেনা সেই মধুর সুর।
বর্ষা কবির মনে হিজল বনের স্তব্ধ কোলাহল।
বর্ষা সারা দিনের মুষল ধারার টাপুর-টুপুর ছন্দ।
বর্ষা শান্ত দীঘি পাড়ে অশান্ত হাঁসের খেলা।
বর্ষা দীঘির পাড়ে বৃষ্টির তালে পদ্ম-শাপলার নাচ।
বর্ষা নদীর উত্তাল ঢেউয়ের সাথে মাঝিমাল্লার গান।
বর্ষা বৃষ্টিতে রাত জাগা জেলেদের নৌকার সারি।
বর্ষা আউশের ধান ভাঙ্গনের শোক।
বর্ষা হারনো অতীত।
বর্ষা বৃষ্টি-মাখা গায়ে আদুল পায়ে ছুটছি ত্রিপান্তর।
বর্ষা সীমাহীন কল্পনা স্মৃতিবিজরিত
এক খন্ড সময়
ও আমি।