হে মরণ, আমাকে করো গো আলিঙ্গন
জীবনের বিতৃষ্ণায় নিমজ্জিত আমার মন।
দেখেছি সব, মিথ্যার চাদরে ঢাকা সত্য হয়ে ম্লান
বাঁচার আগ্রহ নেই আমার,শুন আমার শাণ।
হে পৃথিবী, তোমাকে কত কিছু দিতে চেয়েছিলাম উপহার!
কিছু দিতে পেলাম না বলে আফসোস আমার।
তুমি দেখে নিও আসবে এমন একজন,
যে করবে সত্যের জয় করে পণ।
হে মরণ, দেখা দাও আমার সনে
কত ব্যথা লুকিয়ে আছে আমার মনের কোণে!
যাবার কালে বলব আমি “গাও নব-জাগরণের গান”
তারুণ্যে গড়ে তোল বিদ্রোহী এ প্রাণ।
হে পৃথিবী, আমি তো জানি বিদ্রোহী বার্তা আসে প্রতিবারেই
মুক্তির বার্তা বয়ে চলে তাই অনাগতের দ্বারে।
তারুণ্য যাকে করে বরণ মুক্তির বার্তা তো সেই পায়
অনাগতের দ্বারে তখন সংগ্রামের পথ উন্মুক্ত হয়ে যায়।